হুল ফোটালেই যন্ত্রণা, জ্বর! বোলতাকে বাড়ি থেকে তাড়াতে করুন এই কাজগুলি

বোলতা তাড়াতে বাজারে নানান স্প্রে পাওয়া যায়। তবে বাড়িতেই এমন কয়েকটি উপায় রয়েছে, যার হাত ধরে সহজেই বোলতা বাড়ি থেকে বিদায় করা যায়। খুব সাবধানে সেই উপায়গুলি অবলম্বন করলে, বোলতার পিছনে না দৌড়ে, বাড়িতে হুলুস্থুলু না করেই, সহজে পোকাকে বিদায় জানানো যায়! দেখে নেওয়া যাক উপায়গুলি।
শীতকালে ঠান্ডায় ভয়ে জানলা বন্ধ প্রায় সময়ই থাকে, তবে গরমের দিনে বাড়ির জানলা বন্ধ থাকবে তা কী ভাবা যায়? এদিকে, জানলা খোলা পেলেই, পতঙ্গের পাল হানা দিতে থাকে। আরশোলাদের সঙ্গে কখনও কখনও ফ্রিতে ঢুকে পড়ে বোলতা, মৌমাছিরাও। আর ওই বোলতার একটি হুল গায়ে ফুটলেই, বাড়ি মাথা. করে হুলুস্থুলু পড়ে যায়। যন্ত্রণা, জ্বরে কাবু হয়ে পড়েন অনেকেই। এহেন বোলতাকে বাড়ি ছাড়া করতে কী কী উপায় অবলম্বন করা যায়, দেখে নেওয়া যাক।
বোলতা তাড়াতে বাজারে নানান স্প্রে পাওয়া যায়। তবে বাড়িতেই এমন কয়েকটি উপায় রয়েছে, যার হাত ধরে সহজেই বোলতা বাড়ি থেকে বিদায় করা যায়। খুব সাবধানে সেই উপায়গুলি অবলম্বন করলে, বোলতার পিছনে না দৌড়ে, বাড়িতে হুলুস্থুলু না করেই, সহজে পোকাকে বিদায় জানানো যায়! দেখে নেওয়া যাক উপায়গুলি।
বাড়ির এই মশলা দিয়েই হবে কাজ: বাড়িতে যদি গোলমরিচ থাকে, তাহলে ৬ চামচ গোলমরিচ আর সামান্য লঙ্কাগুঁড়ো মিশিয়ে জলে ফুটিয়ে নিন। তা বাড়িতে স্প্রে করুন। এতে বোলতাও যাবে, সঙ্গে টিকটিকি, আরশোলা দূর হবে।
ভিনিগার: ভিনিগারে ভালো করে মিশিয়ে নিন চিনি, সঙ্গে মেশান সোডা, এই মিশ্রণ বাড়িতে স্প্রে করতে পারেন। যদি বোলতা বাসা করে থাকে বাড়িতে, তাহলে তার ওপর এই মিশ্রণ ঢেলে দিন। এলাকা ছাড়া হবে এই পতঙ্গ।
বোলতার বাসায় টার্গেট- বাড়ির যেখানে বোলতা বাসা করেছে, তাতে ভিনিগার ও লেবু স্প্রে করে দিন। এতেই বোলতা সেই জায়গা ছেড়ে পালাবে। ফলে ঘরে বোলতার আনাগোনা কমবে।
পেঁয়াজ- ঘরে ছিটিয়ে দিন পেঁয়াজের রসের সঙ্গে নুন মেশানো জল। কিম্বা তা বোলতার বাসায় বা তার আশপাশে ছিটিয়ে রাখুন। এতে সেখান থেকে বেলতা পালিয়ে যাবে।
তেজপাতা ও লঙ্কা পোড়া- তেজপাতার সঙ্গে লঙ্কা পোড়া দিয়ে ঘরের এক কোণে রেখে দিন। এতে হু হু করে বেড়িয়ে যাবে বোলতারা। ঘর ছাড়া হবে বোলতা। (এই প্রতিবেদনের তথ্য সাধারণ মান্যতা নির্ভর। বিশদ জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।