প্রেম পড়া স্বাস্থ্যের জন্য ভালো, এই রোগটি আপনাকে ছুতেও পারবে না

প্রেম নিয়ে সকলের ই কমবেশি ধারনা আছে। কারো কম তো কারো বেশি। ছেলে মেয়ে প্রেম করছে শুনলেই বাবা মা খেপে যায়। শুরু হয় নানা ধরণের কথা বার্তা। বেশিরভাগ বাবা মায়েরা বলেন এবার তোর মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু গবেষণায় বলছে ঠিক তারপর উল্টোটা, তাঁদের মতে প্রেম করলেই শরীর থেকে পালাবে কিছু রোগ।আসুন জেনেনিন বিস্তারিত:-

আমেরিকার এক গবেষণায় বলা হয়েছে যে প্রেম করলে মানুষের হরমোন গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন নিঃসরণ হয়, তা সর্দি লাগার প্রবণতাকে কমিয়ে দিতে পারে। ওই গবেষণায় আরও বলা হয়েছে যে, প্রেম করলে ইমিউনিটি বাড়ে। যে ভাইরাসের কারণে সর্দি লাগে, তার সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা বেড়ে যায়। প্রেম করলে মনও ভালো থাকে। খুশি থাকলে শরীরের রোগের প্রকোপ কম হয় বলে দাবি গবেষকদের। এছাড়া প্রেম করলে শরীর, মন, মেজাজ সবকিছুই সতেজ থাকে। নিজেকে সবসময় শক্তিশালী বলে মনে হয়। তাই প্রেমের আরো হাজারো সুফল পেতে এবার চুটিয়ে প্রেম করুন। আর এবার নিজে প্রেম করে দেখুন যে কি কি বিষয়ে আপনি সুফল পাচ্ছেন।