স্বামী-স্ত্রীর মধ্যে কথায় কথায় ঝগড়া। এক সময় একে অপরের মুখ দেখাদেখিও বন্ধ। পরে এই পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। সিদ্ধান্ত আসে বিচ্ছেদের। এভাবে বোঝাপাড়ার অসুবিধার কারণেই আমাদের সমাজে বিয়ে টিকছে না।
কিন্তু গবেষকরা বলছেন বিবাহ বিচ্ছেদের পিছনে আছে বংশগত সমস্যা! তাদের মতে, বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া অধিকাংশ বাবা-মায়ের সন্তানরাও একই পথে হাঁটেন। সুইডেনের লুনড বিশ্ববিদ্যালয় ও ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় এ সব তথ্য উঠে এসেছে।
বিশ্ববিদ্যালয় দুটি বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া দম্পতিদের নিয়ে গবেষণা করেছে। এসব দম্পতির ইতিহাস পর্যালোচনা দেখা গেছে, যেসব বাবা-মায়ের বিচ্ছেদ হয়েছে, তাদের সন্তানদের মধ্যেই এই বিচ্ছেদের প্রবণতা বেশি।
গবেষক ড. জেসিকা সালভাতর বলেন, আমরা খুঁজে বের করার চেষ্টা করছি, কেন পরিবারে বিবাহ বিচ্ছেদ হচ্ছে? তিনি বলেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে দম্পতির পারিবারিক ইতিহাস দেখা হয়েছে।
সালভাতরের সঙ্গে ড. কেনেথ কেন্ডলার কাজ করেছেন। তারা গবেষণার প্রাপ্তিকে `গুরুত্বপূর্ণ আবিষ্কার` হিসেবে দেখছেন।