আপনি কি কানের ব্যাথায় নাজেহাল? চিন্তা নেই এই ব্যথা নিরাময়ে তিনটি ঘরোয়া উপায় দেখেনিন

কানে জল ঢোকা, ব্যাকটেরিয়ার আক্রমণ, অ্যালার্জি, ঠাণ্ডা, দুর্ঘটনায় ইত্যাদি নানান কারণে কানে তীব্র ব্যথা হতে পারে। তাই এই এসময় বরং কিছু ঘরোয়া উপায় অবলম্বন করা যায়।যেমন—

আদা : আদায় রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান, যা দ্রুত কানের ব্যথা উপশমে কার্যকরী। সেক্ষেত্রে তাই আদা ছেঁচে নিয়ে তার তাজা রস ২/৩ ফোঁটা কানের ভেতর দিতে হবে। এতে ব্যথা উপশম হবে।

অলিভ অয়েল : প্রথমেই অলিভ অয়েল গরম করে নিয়ে, কুসুম গরম থাকতে থাকতেই ৩/৪ ফোঁটা ড্রপার দিয়ে কানের ভেতর দিতে হবে। এতে কানের ইনফেকশনজনিত ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে দ্রুত।

গরম ভাপ : জলের গরম ভাব এসময় দারুণ উপকারে আসতে পারে। কারণ গরম ভাপ কানের ভেতরে গেলে কানের ভেতরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং কানের ব্যথা উপশম হবে।