বরফ পানি দিয়ে গোসল কি শরীরের জন্য ভালো?

আইস বাথ বা বরফ পানি দিয়ে গোসল করেন অনেকেই। তীব্র গরমে অনেকেই ক্রায়োথেরাপিতে ডুব দিচ্ছেন। বরফ বা কনকনে ঠান্ডা পানিতে ১০-১৫ মিনিট ডুবে বসে থাকা মুখের কথা নয়। এই থেরাপি কি সব বয়সিদের জন্যেই ভালো?

এ নিয়ে অবশ্য নানা গবেষণা হয়েছে। কেউ বলছেন, শরীরে ব্যথা-বেদনা নিরাময়ে এই পদ্ধতি বিশেষভাবে উপকারী। আবার কারও মতে, এই থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়াও আছে।

তবে ‘সেন্টার ফর অ্যাডভান্সড অর্থপেডিক্স’ এর চিকিৎসক এ ব্রায়ন গার্ডনরের মতে, ক্রায়োথেরাপির যে কোনো গুণ নেই, এ কথা বলা যায় না। তবে টিস্যু কিংবা পেশির ক্ষত সারাতে ক্রায়োথেরাপি সবার ক্ষেত্রে একই রকমভাবে কাজ করে না।

বরফ পানিতে গোসল করলে কী কী উপকার মেলে?

১. শরীরচর্চা করেই হোক বা অন্য যে কোনো কারণে, দেহে প্রদাহ হলে তা নির্মূল করতে পারে বরফ পানি।

২. শরীরচর্চা করার পর পেশিতে ব্যথা হওয়া স্বাভাবিক। পেশির এই ব্যথা নির্মূল করতে পারে বরফ পানি।

৩. বরফ পানি দেহে সঠিকভাবে রক্ত সঞ্চালন করতে সাহায্য করে। রক্ত সঞ্চালন ভালো হলে দেহের বিভিন্ন অঙ্গে অক্সিজেন পৌঁছে যায় সহজেই।

৪. পেশাগত ও ব্যক্তিগত জীবনের চাপ সামাল দিতে কি বরফ পানিতে গোসল উপকারী? চিকিৎসকরা বলছেন, এমন ঠান্ডা পানিতে গোসল করলে এক বিশেষ প্রোটিনের ক্ষরণ বাড়ে। যা মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

৫. শরীরের কোনো স্থানে আঘাত লাগলে সেখানে রক্ত চলাচল ব্যাহত হয়। বরফ পানি সেই ক্ষত নিরাময়েও সাহায্য করে।