ইয়ারফোনে অতিরিক্ত গান শুনছেন ডেকে আনছেন অকালে মৃত্যু!

ইয়ারফোন লাগিয়ে মোবাইলে গান শুনতে শুনতে ঘুমানোর অভ্যাস অনেকেরই আছে। এই অভ্যাস থাকলে এখনই বাদ দিন। কারণ এই বদ অভ্যাস আপনার জীবন সংশয়ের কারণ হতে পারে।

এই অভ্যাসই সম্প্রতি মালয়েশিয়ার এক কিশোরের মৃত্যুর কারণ হয়েছে।

অন্যদিনের মতো সেদিনও কানে ইয়ারফোন দিয়ে গান শুনছিলেন তিনি। সুরের মুর্ছনায় ঘুমিয়েও পড়েছিলেন বছর ১৬-র মহম্মদ আইদিল আজহার জাহরিন। ঘুমের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান প্রদেসের রেমবাউ টাউনে। ঘুমের সময় জাহরিন কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন। ফোনটি আবার বসানো ছিল চার্জে। এতেই ঘটে বিপত্তি।

টানা চার্জ হতে হতে একটা সময় পর গরম হয়ে যায় ফোনটি। সেখান থেকেই বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে জাহরিনের মৃত্যু হয়।

জানা গেছে, তার কান পুড়ে যায়। কানের ভেতর থেকে রক্তও বেরিয়ে এসেছিল। সেদিন খুব ভোরে কাজের তাগিদে বেরিয়ে গিয়েছিলেন জাহরিনের মা।

সেখান থেকে ফিরে ছেলেকে ঘুম থেকে ওঠার জন্য ডাকতে গিয়েই আবিষ্কার করেন, জাহরিন পৃথিবী থেকে চলে গেছেন।

সুতরাং বুঝতেই পারছেন, চার্জে বসানোর পরে ফোন করা বা মোবাইলে গান শোনা কতটা বিপজ্জনক হতে পারে।