হাতের তালু অনেক কিছু বলে। এখানে তাকে বেশকিছু চিহ্ন এবং রেখা। সেগুলি থেকে মানুষের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়। এর এমন চিহ্নও রয়েছে, যা হাতে থাকলে মানুষের আয়ু কমে যায়।
হাতের রেখায় ভাগ্যের বেশকিছু রহস্য লুকিয়ে থাকে। সেগুলি থেকে অর্থ, কেরিয়ার এবং আয়ু সম্পর্কেও অনেক কিছু জানা যায়। হাতের রেখায় অসময়ে মৃত্যু, স্বল্প আয়ু এবং অকাল মৃত্যুর যোগ লুকিয়ে যাকে। একে বলা হয় অল্পায়ুষ যোগ। বলা হয়, যার হাতে অল্পায়ুষ যোগ থাকে, তাঁর অল্পবয়েই মৃত্যু হতে পারে।
কীভাবে তৈরি হয় অল্পায়ুষ যোগ?
হাতের তালুতে ভাগ্য রেখার পাশে আয়ু রেখা ও হৃদয় রেখার মাঝে ক্রস চিহ্ন থাকলে সেটিকে অল্পায়ুষ যোগ বলা হয়। যে মানুষের হাতে এই চিহ্ন থাকে তাঁর অল্প বয়সে মৃত্যুর আশঙ্কা তৈরি হয়।
এক্ষেত্রে দুর্ঘটনা, রোগভোগ বা আত্মহত্যার মতো ঘটনায় নেমে আসে মৃত্যু। তাই সেই সমস্ত মানুষদের খুব সাবধানে থাকা উচিত।
যদি ভাগ্য রেখা হৃদয় রেখাকে না কেটে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায়, তাহলেও সেই মানুষ দীর্ঘ জীবনের আনন্দ থেকে বঞ্চিত হন। এছাড়া আয়ুরেখা মাঝখান থেকে কাটা থাকলেও মানুষ অল্প আয়ু, অকাল মৃত্যু বা দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন।