শীতের রাতে কি আপনার ঘুমের মধ্যে ঘাম হচ্ছে? তাহলে সাবধান! ওমিক্রন নয়তো, জেনেনিন

বার বার রূপ বদল করছে করোনাভাইরাস। ২ বছরের মধ্যে ৩৭ বার রূপ বদল করেছে করোনা ভাইরাস। এই রোগের উপসর্গ খুঁজে পেতে হিমশিম চিকিৎসকরা। করোনার অন্য ভ্যারিয়েন্টের ক্ষেত্রে স্বাদ – গন্ধ চলে যাওয়াটা বড় উপসর্গ বলে ধরা হয়। ওমিক্রন আক্রান্তদের স্বাদ গন্ধের অনুভূতি অটুট থাকছে। তাহলে ওমিক্রন চিনবেন কি ভাবে? বিশ্বের বিজ্ঞানীরা তাঁদের গবেষণায় ওমিক্রন এর সঙ্গে পারা ইনফ্লুয়েনজার মিল পেয়েছেন। তারা বলছেন, ঘুমের মধ্যে ঘাম হওয়াটা যেমন পারা ইনফ্লুয়েনজার উপসর্গ, তেমনই ওমিক্রনের।

তাই তাঁদের পরামর্শ, ঘুমের মধ্যে ঘাম হলেই চিকিৎসকের পরামর্শ নিন। ভারতে শনিবার পর্যন্ত ৪১৫ জন ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ১১৫ জনই মহারাষ্ট্রের।

এরপরই তামিলনাড়ু। সেখানে আক্রান্ত ৩৭ জন। এদিকে ওমিক্রন ভাইরাস এর আবিষ্কর্তা দক্ষিণ আফ্রিকার ডাঃ এঞ্জেলিনা কটরিজ বলেছেন, ভারতে ওমিক্রন খুব মারাত্মক হবে না। কারণ, সেখানে অধিকাংশ মানুষের ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। ওমিক্রন ভাইরাসকে কাবু করতে পারে এই ভ্যাকসিন।