আপনার ছোট ঘর আকর্ষণীয় দেখাতে যেভাবে সাজাবেন, দেখেনিন

শহরের ঘর-বাড়িগুলো জায়গার অভাবে একটু ছোট আকারেই তৈরি করা হয়। তাছাড়া পরিবারে সদস্য সংখ্যা কম থাকলে, অর্থাৎ পরিবার ছোট হলে এত বড় বাসা নেয়ারও প্রয়োজন হয় না। তাই মানুষ ছোট বাসাই তৈরি করেন, কিংবা ভারা থাকেন। বাসা যেমনই হোক, তা যেন গোছানো, পরিপাটি ও পরিষ্কার থাকে সেদিকে সবার নজর থাকে আলাদা।

ছোট ঘর একটু বুদ্ধি করে সাজাতে হয়। নইলে হাঁটাচলা করাই মুশকিল হয়ে যেতে পারে। তবে ঠিক কী ধরনের আসবাবপত্র ঘরে রাখবেন, তা যদি বুঝে যান তাহলে ছোট ঘরও অনেকটা বড় এবং আকর্ষণীয় দেখাতে পারে। আকর্ষণীয় দেখাতে ছোট ঘর সাজানোর সময় মাথায় রাখতে হবে কিছু নিয়ম। সেই নিয়মগুলো হলো-

>> এমন আসবাবপত্র কিনুন, যা একাধিক কাজে লাগে। যেমন- সোফা-কাম-বেড। এমন টেবিল রাখুন, যা অফিসের কাজেও ব্যবহার করা যাবে, আবার খাবার টেবিল হিসাবেও ব্যবহার করা যাবে। দেয়াল জোড়া বইয়ের তাক তৈরি করলে, সেখানে যেন অনেক হাবিজাবি জিনিস রাখার ড্রয়ারও থাকে, সেদিকে নজর দিন।

>> ছোট ঘর হলে ঘরের রং নির্বাচন করুন ভেবে-চিন্তে। একটু হালকা রং করালে, ঘর দেখতে বড় লাগবে। সাদা রং করাতে পারেন। তাহলে বাকি ঘরের নানা রকম রং ব্যবহার করতে পারবেন। এতে ঘরের আয়তন অনেক বেশি দেখায়।

>> দেয়ালে খুব বেশি ছবি বা অন্য ঘর সাজানোর জিনিস রাখবেন না। দেয়ালের অনেকটা অংশ খালি রাখলে, ছোট ঘরে দমবন্ধ লাগবে না। তবে কোনো একটি দেয়ালে বড় একটা আয়না রাখতে পারেন। ঘরে আয়না থাকলে হঠাৎ করে দেখে মনে হবে, ঘরটি অনেক বড়।

>> যেকোনো জায়গায় আলোর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ছোট ঘরের ক্ষেত্রে আলোর দিকে আরো বেশি করে নজর দিতে হবে। ঠিক জায়গায় আলো বসাতে পারলে, ঘরের আকার অত ছোট দেখাবে না। আবার ভুল জায়গায় আলো লাগালে ঘর আরো চেপে যেতে পারে। ঘর ছোট হলে সিলিংয়ের উচ্চতা যত লম্বা হবে ততই ভালো। তাই ঘরে ঝুটো সিলিং লাগানোর ক্ষেত্রে সতর্ক হন।

>> ঘরে প্রাকৃতিক আলো ঢোকার ব্যবস্থা করুন। বড় জানালা হলে সবচেয়ে ভালো। হালকা রঙের পর্দা ঝোলান যাতে, ঠিক করে সূর্যের আলো ঢোকে। তাহলে ছোট ঘরও শান্তির নিবাস হয়ে উঠবে।