মাইগ্রেনের সমস্যা এখনকার দিনে কমন হয়ে গেছে।এই ব্যথা পুরুষদের থাকলেও নারীরাই এই সমস্যায় বেশি ভুগে থাকে।তবে জানেন কি,কেন নারীরাই বেশি মাইগ্রেনের সমস্যায় ভুগে থাকে।এখন গবেষণায় এই বিষয় নিয়ে জানা গেছে।
এই সমস্যা পুরুষদের থেকে নারীদের হওয়ার কারণ হলো মাসের শেষে নারীদের রক্তে নানাধরণের হরমোন ওঠানামার জন্য।তাই গবেষণা তথ্য অনুযায়ী,মাসিক হওয়ার প্রথম দুই দিন মাইগ্রেনে ভোগার আশঙ্কা বেড়ে যায়। ৫০ শতাংশ মাইগ্রেন হয় মাসিকের সময় বা ঠিক আগে।
এসব ছাড়াও আরো কিছু কারণ রয়েছে,যেমন মানসিক চাপ ও দুশ্চিন্তা, অনিদ্রা, কোনো এক বেলার খাবার বাদ দেওয়া, হঠাত্ আবহাওয়ার পরিবর্তন, অতিরিক্ত কফি ইত্যাদি।